শহীদ স্মরণ

আশিষ সাহা
(ভাষাঃ বাংলা)
০৬ মার্চ ২০১৯


ভাষায় বাঁচি,
ভাষাতেই আছি ;
ভাষাই আমাদের সব।
বাংলা আমাদের মাতৃভাষা,
বাংলা মোদের রব।
বাহান্নতে বীর সন্তানেরা
দিয়েছিলো তো প্রাণ।
একষট্টিতে বীর সন্তানরা
শহীদ রক্তে দিয়েছিলো দাম।
ঢাকা থেকে শীলচরে
ভাষার জন্য তাই,
দিয়েছো তোমরা প্রাণ
বিনম্র শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করছি তাই।

(আশিষ সাহা)