সময় এসেছে
সরিফুল ইসলাম গাজী
(ভাষাঃ বাংলা)
২২ এপ্রিল ২০১৯
যদি খসে নীড়
বুকে লাগে তির
তবে, মনে রেখো বাঙালী
নও তুমি স্থির।
যদি কাড়ে ভাষা
গাল পাড়ে, "কাঙ্গাল- চাষা"
তবে, মনে রেখো বাঙালী
এটা দ্বেষ, নয় ভালোবাসা।
যদি কাড়ে ভাত
কহে, আমিষের জাত
তবে, মনে রেখো বাঙালী
এ নহে, ঘুমানোর রাত।
যদি দেখো গুটখার দাগ
অকারনে, "ভাগ শালা, বাংলাদেশী ভাগ"
তবে, মনে রেখো বাঙালী
পারবে কি তুমি, আটকাতে মনের রাগ ??
যদি করে সকল
জমি-জিরেত জবরদখল
তবে, মনে রেখো বাঙালী
বাঁচাতে হবে বাংলা মায়ের কোল।
যদি কাড়ে গান
যুগলের মান অভিমান
তবে, মনে রেখো বাঙালী
শুনবে না আর "বিশ্বমানবের" জ্ঞান।
যদি মা মনসার দুধ কলা
সাবাড় করে, আগন্তুক বাঁদরের পোলা
তবে, মনে রেখো বাঙালী
স্থির কি থাকবে দশভুজার ত্রিশূলের ফলা??
যদি তোমার বাঙালি বোন
লোলুপের ভোগ্যপণ্য সারাক্ষণ
তবে,মনে রেখো বাঙালী
পারতে তোমাকে হবেই....
বাঁচাতে; ভাইফোঁটা, রাখির বন্ধন।