ঘুমেরাং

পার্থ বসু
(ভাষাঃ বাংলা)
১০ সেপ্টেম্বর ২০১৯


 আমি বাংলার পক্ষে আছি
পাশেই আছি,তা বলে
বাংলা পক্ষে যোগ দেব
তাও ‘দাদা'দেরকে না বলে?

দাদারা যে পার্টিই করুক
আম বাঙালির একতায়
কার রয়েছে কি অবদান
যাচাই করে দেখ তা।

এই লড়ায়ে বাংলাপক্ষ
একা নিয়েছে ঠিকে?
আরও অনেকে জোট বাঁধছে
আমি যাই কোন দিকে?

ঠিক বলেছ, পরস্পরের
প্রতিযোগী না আমরা
মাঠে নেমেছি ঘুষপেটিয়ার
গুটিয়ে দিতে চামড়া।

ঘুষপেটিয়া? বাংলাদেশী?
বুঝলাম না ঠিক তো
এনার্সিতে একেই ভীত
মন রয়েছে তিক্ত।

ঘুষপেটিয়া শব্দব্রহ্ম
তাক করছি ব্যুমেরাং
পাল্টা তাদের এখন যাদের
ঘুম চটকে ঘুমেরাং।

শত্রু যখন চিহ্নিত
আর হিন্দিবলয় আপদ
এটা বুঝলে ভাবছি না কে
কিভাবে জল মাপো।

সাঁতার দিলে সব বাঙালি
মিলবে ঝাঁকে ঝাঁকে
হিন্দি,হাঙর যতোই ডাঙর
হারিয়ে দেব তাকে।

বাংলাপক্ষ শেখায় শুধু?
বাংলাপক্ষ শেখে
বাঁচতে শিখে বাঁচতে শেখায়
পথে নামবে কে কে?

(পার্থ বসু)