বাঙালিত্ব হীনতায়?
পার্থ বসু
(ভাষাঃ বাংলা)
১০ সেপ্টেম্বর ২০১৯
বাঙালিত্ব হীনতায় কে বাঁচিতে চাও হে,
কে বাঁচিতে চাও?
নিজত্ব হারায়ে কহ কোন সুখ পাও হে,
কোন সুখ পাও?
দাসত্ব শৃঙ্খল কেন পরিয়াছ পায় হে,
পরিয়াছ পায়?
দিল্লির ভজনা কর কেন নিরুপায় হে,
কেন নিরুপায়?
এই পূর্বদেশ জুড়ি অতুল সম্পদ হে,
অতুল সম্পদ
বর্গীর হানায় তাহা নয় নিরাপদ হে,
নয় নিরাপদ।
তবু ভূমিপুত্র যারা সচেতন নই হে,
সচেতন নই
বানরের পিঠেভাগে প্রতারিত হই হে,
প্রতারিত হই।
সোনার পাথরবাটি বল কোথা পাই হে,
বল কোথা পাই?
অনুরূপ ভারতীয় নামে জাতি নাই হে,
নামে জাতি নাই।
ভারতীয় নাগরিক এই মাত্র সার হে,
এই মাত্র সার
অহিন্দি জাতির জন্য ইহা কারাগার হে,
ইহা কারাগার।
ওই দেখ ওই দেখ,আসামে তাকাও হে,
আসামে তাকাও
এনার্সির ষড়যন্ত্র বুঝিবারে পাও হে,
বুঝিবারে পাও?
স্বাধীনতা যুদ্ধে দিলে আত্মবলিদান হে, আত্মবলিদান
সর্বাধিক, এই রাষ্ট্রে পেলে না সম্মান হে,
পেলে না সম্মান।
ডিটেনশন ক্যাম্প গড়ে গোয়ালপাড়ায় হে, গোয়ালপাড়ায়!
যে মাটি বাংলার মাটি ভুলিয়াছ হায় হে,
ভুলিয়াছ হায়।
নিজভূমে পরবাসী ইহাকেই কয় হে,
ইহাকেই কয়
ধর্মবিভাজন ভুল তবেই বিজয় হে,
তবেই বিজয়।
বিপন্ন বাঙালি যদি বাঁচিবারে চাও হে,
বাঁচিবারে চাও
নও-অহমিঞাদেরও শিকড়ে ফেরাও হে,
শিকড়ে ফেরাও।
বাংলার আকাশেও অশনিসংকেত হে, অশনিসংকেত
হনুবাদি মনুবাদি যত ভূতপ্রেত হে,
যত ভূতপ্রেত
তাহারা বাঙালি নয়,মুখে রামনাম হে,
মুখে রামনাম
হিন্দিহিন্দুহিন্দুস্তান গায় অবিরাম হে,
গায় অবিরাম।
বিদেশী খেদাও বলি বাঙালি খেদায় হে,
বাঙালি খেদায়
এই সত্য বুঝে নেওয়া বাঙালিরই দায় হে,
বাঙালির দায়।
হিন্দুমুসলমান খেলা কর পরিহার হে,
কর পরিহার
আত্মঘাতী এ খেলায় বনিবে বিহার হে,
বনিবে বিহার।
পার্থ বসু কবি ভনে চাহ পরিত্রাণ যদি,
চাহ পরিত্রাণ
কহ জয়বাংলা কহ,বাংলাপক্ষ অহরহ,
তবেই উত্থান।